রিক্সার শহর ঢাকা

Bank Bima Shilpa    ১১:২৩ পিএম, ২০২৪-০৯-০৬    909


রিক্সার শহর ঢাকা

শহর এবং গ্রামের অসম উন্নয়ন বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের একটি বড় বাধা। একটি গ্রামের আয়তন কত, সেখানে জনসংখ্যা কত, কৃষিজমি, পুকুর, খালবিলের আয়তন কিপরিমান, কি কি ধরনের ফলমূল এবং তার গাছপালার সংখ্যা কত প্রভৃতি বিবেচনা করে, যেখানে মানুষের সাথে পরিবেশ এবং উপার্জনের সক্ষমতা কতটুকু তা হরাইজনটাল এবং ভারটিকাল বিশ্লেষন করতে হবে, যেন সেই এলাকার কোন জনসাধারনকে উপার্জনের জন্য তার এলাকা ছাড়তে না হয় অথবা অন্য এলাকায় মাইগ্রেট করতে না হয়। এতে সারা বাংলাদেশের সামগ্রীক জনসংখ্যার ঘনত্বের তারতম্য ঘটবেনা এবং মানব সৃষ্ট কোন সমস্যা তৈরী হবেনা এবং পরিবেশে কোন বিরুপ প্রভাব পড়বেনা।

আমাদের দেশে গ্রাম এবং শহরের উন্নয়নে সমতা না থাকায় এবং গ্রামীন জনপদে উপার্জনের সক্ষমতা কমে যাওয়ায় প্রায় প্রতিদিনই ঢাকা শহরে মানুষের চাপ বাড়ছে। যেটি হতে পারে গ্রামীন উন্নয়নে বাধা এবং ঢাকা শহরের ছন্দ পতনের মূল কারন।

রিক্সা ঢাকা শহরের ছন্দ পতনের অন্যতম প্রধান কারন। জীবন এবং জীবিকার তাগিদে শিক্ষিত এবং অল্প শিক্ষিত প্রায় সকল বেকার জনগোষ্টি ঢাকা শহরে চাকুরী এবং স্বাধীন পেশা বেছে নেয়ার জন্য প্রতিদিন ভিড় করছেন। কিছু কিছু শ্রমজীবি মানুষ কৃষিকাজের পাশাপাশি অবসর মৌসুমে উপার্জনের জন্য সাময়িকভাবে ঢাকায় রিক্সা চালকের পেশা বেছে নিচ্ছেন। অল্প শিক্ষিত জনসাধারন নগদ বারতি উপার্জনের জন্য রিক্সাকে প্রধান এবং সহজ পেশা হিসেবে গ্রহন করছেন।

ঢাকা শহরের সড়ক এবং রাস্তায় যানজটের প্রধান কারন হচ্ছে রিক্সা বাহন। ভিআইপি এবং কিছু প্রধান সড়কবাদে প্রায় প্রতিটি রাস্তায় রিক্সা চলমান। এই রিক্সা বাহনের আবার কয়েকটি শ্রেনী আছে, যেমন প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, ইজিবাইক প্রভৃতি। বেশিরভাগই রিক্সা চালক ট্রাফিক আইন বা সিগন্যাল বোঝেন না বা মানার চেষ্টা করেননা। এলোপাতাড়িভাবে রাস্তার সকল সাইড জুড়ে রিক্সা চালাচ্ছেন, সময় সুযোগ বুঝে ফ্লাইওভারেও উঠে যাচ্ছেন। সর্বোপরি মাত্রাতিরিক্ত রিক্সা থাকায় এবং তাদের মুভমেন্ট নির্দিষ্ট পরিসরে না হওয়ায় একজন বা দু'জন যাত্রী নিয়ে রাস্তার বিশাল আয়তন দখল করে নিচ্ছে। সাথে সাথে দেখা যায় যে, সড়কে দখলকৃত রিক্সা বাহনে, রিক্সার যাত্রী থেকে রিক্সা চালকের সংখ্যা বেশী। সর্বোপরি রিক্সা মোটর গাড়ির স্বাভাবিক গতিকে স্লথ করে দিয়ে সময় অতিরিক্ত ক্ষাপন করছে।

আসুন যাওয়া যাক রিক্সা চালকের থাকার স্থান বা আবাসন বিষয়ে। একজন রিক্সা চালক অল্প খরচে থাকার জন্য একটি নিম্ম উন্নত জায়গা বেছে নেন। সেখানে রিক্সা চালকগণ একত্রিত থাকা শুরু করলে সেটি বস্তিতে রূপান্তর হয়। আর একবার বস্তি গড়েউঠলে, সেখানে রিক্সা চালকের পরিবার অথবা বহিরাগত যার দ্বারাই হউকনা কেন একটি মাদক বা চোরা চালানের আখড়া বা বাজার তৈরী হচ্ছে। সেখানে সন্ত্রাস এবং অস্ত্র বাজীর বাহিরেও আরো কিছু কার্যকলাপ সংগঠিত হতে দেখা যায়। এবং সেখানে ময়লা বা আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

এবার আসা যাক তাদের আনুষঙ্গিক প্রয়োজনের দিকে। রিক্সা মেরামতের জন্য একটি গ্যারেজ প্রয়োজন হয় এবং সেটি স্থাপন করা হয় ফুট পথেই। আবার তাদের খাবারের জন্য ফুটপথেই গড়ে ওঠে ভাসমান হোটেল। রিক্সাচালক ও তার পরিবারের পোশাক পরিচ্ছদ এবং ব্যবহৃত গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসের জন্য ফুটপাতেই গড়ে ওঠে অসংখ্য বাজার বা দোকান। সর্বোপরি এই রিক্সা পার্কিং বা রাখার স্থানটাও নির্ধারন করা হয় এই ফুট পথেই। সুতরাং ফুটপথ দখলে রিক্সার ভূমিকা অনস্বীকার্য।

এই রিক্সাচালকগণ তারা আমাদেরই আত্মীয়-স্বজন। তারা তাদের কষ্টার্জিত উপার্জনের বিনিময়ে তাদের সন্তান-সন্ততী এবং উত্তরসূরীদের সুশিক্ষিত করে দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছেন। তাদের অবদান সমাজে এবং জাতীয় অর্থনীতিতে পরিলক্ষিত হচ্ছে।

ঢাকার পরিবহন সমস্যা একটি বড় সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে। যাতে প্রত্যেকটি নাগরিক সাবলীলভাবে ঢাকার প্রতিটি রাস্তায় এবং অলিগলিতে চলাফেরা ও অফিস আদালত করতেপারে। এরপর যানজট এবং রিক্সা সৃষ্ট অন্যান্য সমস্যা সমাধানের দিকে গুরুত্ব দিতে হবে। প্রতিটি রিক্সা চালক ভাইরা যেন এই কঠিন পরিশ্রম থেকে পরিত্রান পায় সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে তাদের এলাকায় বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে উপার্জন সক্ষমতা প্রদান করে নিজনিজ এলাকায় প্রত্যাবসান করাতে হবে। এতে ঢাকা শহরের উপর চাপ যেমন কমবে ঠিক তেমনি গ্রামের উন্নয়নে একটি ভারসাম্য পরিবেশ বজায় থাকবে। সকল রিক্সাচালকের প্রতি আমার সম্মান রহিল এবং আমি তাদের ভবিষৎ উন্নতি কামনা করছি।

লেখক : সরফরাজ হোসেন


রিটেলেড নিউজ

নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

Bank Bima Shilpa

নন-লাইফ বীমা শিল্পের সার্বিক অবস্থা বিবেচনা করলে আমার মনে হয় অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত, তা হলো ক... বিস্তারিত

গতকাল ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এর জন্মদিন।

গতকাল ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এর জন্মদিন।

Bank Bima Shilpa

নিজস্ব সংবাদ: এস এম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিইও হিসেবে কর্মরত আছে... বিস্তারিত

মুজিব শতবর্ষ বিজয়ের সুবর্ন জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মননা প্রদান করা হলো ঢাকা ৫-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু

মুজিব শতবর্ষ বিজয়ের সুবর্ন জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মননা প্রদান করা হলো ঢাকা ৫-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু

Bank Bima Shilpa

নাজমুল হাসান : পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি আয়োজিত মুজিব শতবর্ষ বিজয়ের সুবর্ন জয়ন্তী উদযাপন অনুষ... বিস্তারিত

রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উপর এর প্রভাব

রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উপর এর প্রভাব

Bank Bima Shilpa

ব্যারিস্টার নুসরত জাহান তানিয়া: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অসংখ্য সমস্যার মধ্য... বিস্তারিত

২০২১ বীমা পেশার যথাযথ নার্সিং ও স্বীকৃতির বছর

২০২১ বীমা পেশার যথাযথ নার্সিং ও স্বীকৃতির বছর

Bank Bima Shilpa

মীর নাজিম উদ্দিন আহমেদ বীমা শিল্প এখন বিকাশমান। বীমা নিয়ে অতীতে অনেক নেতিবাচক কথা হলেও সেটা অনেক... বিস্তারিত

শুভ উদ্যোগের শুভ কামনা

শুভ উদ্যোগের শুভ কামনা

Bank Bima Shilpa

মীর নাজিম উদ্দিন আহমেদ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরে শুদ্ধাচার নী... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম লাইফ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাস্থ্য বীমা চুক্তি অনুষ্ঠিত

প্রাইম লাইফ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাস্থ্য বীমা চুক্তি অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্ত... বিস্তারিত

Prime Islami Life 24th Annual General Meeting

Prime Islami Life 24th Annual General Meeting

Bank Bima Shilpa

Prime Islami Life Insurance Limited 24th Annual General Meeting held on November 06, 2024 ... বিস্তারিত

Notification for general information of the shareholders of Bangladesh Lamps Limited

Notification for general information of the shareholders of Bangladesh Lamps Limited

Bank Bima Shilpa

Notification for general information of the shareholders of Bangladesh Lamps Limited ... বিস্তারিত

আইডিআরএ'র সদস্য হলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক

আইডিআরএ'র সদস্য হলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (নন-লাইফ)পদে নিয়োগ পেয়েছ... বিস্তারিত