সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩০ এএম
সিনিয়র প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর ৩৮ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ মো: আলতাফ হোসাইন এর সভাপতিত্বে আজ (২৬ জুন, ২০২৪) সকাল ১১:৩০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
এ সময় কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ যথাক্রমে ভাইস চেয়ারম্যান তাবীথ আউয়াল, পরিচালক আব্দুল আউয়াল মিন্টু, আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ সাইদুর রহমান, সরওয়ার কামাল, মোহাম্মদ আব্দুল মালেক, এ, এস, এম মোহিউদ্দিন মোনেম, নাসির লতিফ, মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, হাজী নিগার জাহান চৌধুরী, তাজওয়ার এম আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান, স্বাধীন পরিচালক হাসিনাতুন নাহার, মোঃ জামাল উদ্দিন, মাহবুব আনাম।
এছাড়াও কোম্পানীর উপদেষ্টা রিয়াজুল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সিহাব উল্লাহ্ আল-মানজুর, সিএফওসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারদের ২০২৩ সমাপ্ত বছরের জন্য ২৭ শতাংশ (২০ নগদ ৭ শতাংশ ষ্টক) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন বিনিয়োগ কারীদের সর্বসম্মতিক্রমে ই- ভোটিং এর মাধ্যমে অনুমোদন দেয়া হয়।
উক্ত সভায় বিনিয়োগকারীগন প্রগতি ইন্স্যুরেন্সে’র ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব ও সিএফও।
উল্লেখ্য প্রগতি ইন্স্যুরেন্সের ২০২৩ সমাপনী বছর পর্যন্ত মোট সম্পদ হয়েছে ৬৩৪ কোটি টাকা, মোট প্রিমিয়াম ২৩৪ কোটি ১৫ লাখ টাকা, নিট প্রিমিয়াম ১২০ কোটি ৬০ লাখ টাকা, কর পূর্ববর্তী মোট মুনাফা ৪৯ কোটি ৭৯ লাখ টাকা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও উক্ত সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির জেনারেল রিজার্ভ বৃদ্ধি, এফডিআর বৃদ্ধি, অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধিসহ এ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে ৩৭ কোটি ৮৫ লাখ টাকা। কোম্পানীর অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৬৮কোটি ৮৭ লাখ টাকা। প্রগতি ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এ পর্যন্ত “এএএ” ক্রেডিট রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশে নন লাইফ বীমা সেক্টরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিয়মের আওতায় থেকে প্রধান কার্যালয়সহ ৪০টি শাখার মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে।
সভায় শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২৩ সালের এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব সৈয়দ আনিসুল হক (সিসি) ।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লি... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী জনতা ইনস্যুরেন্স পিএলসি এর ৩৮... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারন সভা (এজিএম) আজ (৩০জুন) ... বিস্তারিত
৩৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আলোচনা সভা ও প্রশিক্ষণ অনষ্ঠান ১৪ সে... বিস্তারিত
ড. এম আসলাম আলম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নবনিযুক্ত হওয়ায় প্রগতি ইন্... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম আসলাম ... বিস্তারিত