বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ পিএম
নিজস্ব সংবাদ: বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং গার্ডিয়ান লাইফ এর যৌথ উদ্যোগে গতকাল ৫ই নভেম্বর ২০২২ইং ডেইলি স্টার অফিসে (৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকায় বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রায় ৩৫০০ এর বেশী মানব সম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ মানব সম্পদ সংগঠন বিএসএইচআরএম এর উদ্যোগে আগামী ২৫শে নভেম্বর ২০২২ শেরাটন ঢাকা (৪৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা ১২১৩) সকাল ৯:০০ ঘটিকায় বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে। বিশ^ব্যাপী ব্যবসা বাণিজ্য ও কর্পোরেট হাউজগুলোর সফলতার ক্ষত্রেে মানব সম্পদ পেশার ক্রমপরিবর্তনশীল গুরুত্বরে কথা বিবেচনা করে এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- “HR LEADERSHIP IN EVER-CHANGING BUSINESS THROUGH INNOVATION”.
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বেসরকারী ভাবে মানব সম্পদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (BSHRM) প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। তখন থেকে এ সংগঠনটি মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সচেষ্ট আছে এবং নিজস্ব উদ্দ্যোগে নিয়মিত মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে আসছে। বিএসএইচআরএম (BSHRM) এর কাজের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (APFHRM) ওয়ার্ল্ড ফেডারেশন অফ পিপল ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশনস (WFPMA) সহ বিশ্বের বিভিন্ন মানব সম্পদ সংগঠনের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয়েছে।
বিএসএইচআরএম মানব সম্পদ বিষয়ক গুরুত্বর্পূর্ণ প্রফেশনাল প্রশক্ষিণ ও উন্নয়নরে জন্য ২০২০সালে বিএসএইচআরএম ইনস্টিটিউশন অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) প্রতিষ্ঠা করে, যেখানে শুধুমাত্র বিএসএইচআরএম এর সদ্যস্যগন শেয়ার ক্রয় করার মাধ্যমে এর মালিকানা গ্রহন করতে পারবে। বিএসএইচআরএম র্পযন্ত ০৮ (আট) টি আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন এর আয়োজন করেছে, যথাক্রমঃ ২য় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১২, বিএসএইচআরএম-গ্রামীণফোন আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৪, বিএসএইচআরএম ৪র্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৫, ৫ম বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৬, ৬ষ্ট বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৭, বিএসএইচআরএম ৭ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৮, বিএসএইচআরএম-এনএসইউ ৮ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ২০১৯।
উক্ত সম্মেলনগুলোতে দেশী-বিদেশী বহু এইচ আর প্রফেশনাল, ও প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২৫শে নভেম্বর ২০২২ইং বিএসএইচআরএম এবং গার্ডিয়ান লাইফ এর যৌথউদ্যোগে শেরাটন ঢাকায় “বিএসএইচআরএম- গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন-২০২২” অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিএসএইচআরএম-গার্ডিয়ান লাইফ ৯ম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন ২০২২ এর চেয়ারম্যান ও বিএস এইচআরএম এর জেনারেল সক্রেটোরি মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসএইচআরএম- এর প্রেসিডেন্ট, মোঃ মাশেকুর রহমান খান ও সম্মেলন এর পেট্রন। জি এম শরীফ বিএসএইচআরএম এবং গার্ডিয়ান লাইফ আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন এর সক্রেটোরি ও লাইফ ফেলো-বিএসএইচআরএম প্রেস বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন ও তার বক্তব্য রাখেন। মোঃ মাশেকুর রহমান খান তার বক্তব্যে তিনি পাশ্ববর্তী দেশ ভারত, মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের পৃথক মানব সম্পদ মন্ত্রানালয় গঠন করার দাবী জানান। এ ছাড়াও তিনি দেশের সকল পেশাজীবিদের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য 'বাংলাদেশ এমপ্লয়মন্টে এ্যাক্ট' প্রণয়ন করা অথবা বাংলাদেশ শ্রম আইনের পরিবর্তন করে 'বাংলাদেশ এমপ্লয়মন্টে ও লেবার এ্যাক্ট’ নামকরণ করার প্রস্তাব করেন।
সম্মেলনের চেয়ারম্যান ও বিএসএইচআরএম- এর সাধারন সম্পাদক তার বক্তব্যে সম্মেলনের বিভিন্ন দিক উল্ল্যেখ করে সম্মেলনের বিষয়বস্তুু বিষদভাবে বিশ্লেষন করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন মোহাম্মদ রিয়াদ হোসেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার, দারাজ, ঢাকা। সঞ্চালনা ও সমন্বয়ে ছিলেন মো: মুত্তাকিন হাসান আহ্বায়ক, মিডিয়া প্রেস ও পাবলিকেশন কমিটি।
এছ্ড়াও সংবাদ সম্মেলন এ গার্ডিয়ান লাইফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাবিব চৌধুরী, এসভিপি এবং এইচআর প্রধান, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড ও রুবাইয়াত সালেহীন - হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, সহ অন্যান্য বক্তারা এই আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলনের প্রক্ষেতি ও মানব সম্পদ উন্নয়নরে ভূমিকা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নরে উত্তর দেন।
সম্মেলনে বিএসএইচআরএম - এর প্রেসিডেন্ট মোঃ মাশেকুর রহমান খান ও বিএস এইচআরএম - এর সাধারন সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম বিভিন্ন শ্রেনীর মানব সম্পদ পেশাজীবী, বিশেষজ্ঞ, শিক্ষাবীদ ও ছাত্রসহ বিভিন্ন পেশাজীবিদের এ সম্মেলনে যোগদানের আহ্বান জানান এবং রেজিষ্ট্রেশনের জন্য নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেনঃ ০১৭৯০৪৪৪৪১১, ০১৭৯০৪৪৪৪৭৭, ০১৯৩৩২৯৯৭৯৯।
রেজিষ্ট্রেশনের জন্য: https://t.ly/TrainingpoolBSHRMConf Or https://t.ly/BSHRMConference
ই-মেইলঃ conference@bshrmbd.org, ওয়েব সাইট : www.bshrmbd.org
বিবিএস নিউজ ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্ত... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (নন-লাইফ)পদে নিয়োগ পেয়েছ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চার সদস্য পদে নিয়োগ সম্পন্ন করেছে সরকা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র উদ্যোগে লাইফ বীমা কোম্পানিসমূহে কর... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ধারাবাহিক বীমা দাবী পরিশোধের অংশ হিসেবে লাইফ বীমা কোম্পানী পপুলার লাইফ ইন্স্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় জেনিথ লাইফের এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (১৬ নভেম্বর)মক্কা ন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্ত... বিস্তারিত
Prime Islami Life Insurance Limited 24th Annual General Meeting held on November 06, 2024 ... বিস্তারিত
Notification for general information of the shareholders of Bangladesh Lamps Limited ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (নন-লাইফ)পদে নিয়োগ পেয়েছ... বিস্তারিত