মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ০১:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে সিটি ব্যাংককে প্রায় ৩০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। এর মাধ্যমে করোনাভাইরাসে (কভিড-১৯) ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও করপোরেট কোম্পানিগুলোকে অর্থায়ন করা হবে। এ বিষয়ে গতকাল সিটি ব্যাংক ও আইএফসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শেখ মোহাম্মদ মারুফ ও আইএফসির বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা গেছে, কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে ৮ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আইএফসি। এ খাত থেকে মূলত সিটি ব্যাংকে এ ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। কোম্পানিগুলো যাতে তাদের ব্যবসা অব্যাহত রাখতে পারে, সেজন্য ফাস্ট-ট্র্যাক এই ফিন্যান্সিং প্যাকেজ চালু করেছে আইএফসি। চলমান এ মহামারীর কারণে ব্যবসায়ীদের পুঁজি ঠিক রাখতে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। শুধু বাংলাদেশ নয়, এ কাজে আইএফসি সারা বিশ্বের উদীয়মান অর্থনীতির অঞ্চলের ব্যাংকগুলোকে ২ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের সব খাত সচল রাখতে পারবেন। এমনকি কর্মীদের বেতন বাবদ ব্যয়ের বিষয়টি সমন্বয় করতে পারবেন।
আইএফসির অর্থায়ন প্রসঙ্গে সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ বলেন, সিটি ব্যাংকের বৈদেশিক মুদ্রার সামর্থ্য বৃদ্ধিতে এবং অফশোর ব্যাংকিং বিজনেসে আইএফসি বড় ভূমিকা পালন করছে। কভিড-১৯-এর জন্য গঠিত ডব্লিউসিএস তহবিল থেকে আমরা যে অর্থ পাচ্ছি, তার মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজনে আরো বেশি পাশে থাকতে পারব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বর্তমান প্যানডেমিকের মধ্যে বৈদেশিক মুদ্রার যে চাহিদা ছিল, দেশের বাইরে থেকে আমরা আনতে পারায় সেই তারল্য সংকট কেটে যাচ্ছে।
বর্তমান অর্থনৈতিক উদ্যোগ প্রসঙ্গে আইএফসির কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান, নেপাল) ওয়েন্ডি জোওয়ার্নার বলেন, আমরা দেখছি বর্তমান অবস্থায় প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাই তাদের ব্যবসা রক্ষা করতে এবং আর্থিক ক্ষতি কমিয়ে আনতে তাদের পাশে থাকতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক দুর্যোগের মধ্যে নগদ অর্থপ্রবাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, আইএফসির ফাস্ট-ট্র্যাক কভিড-১৯ ফ্যাসিলিটির মাধ্যমে সিটি ব্যাংক তা কাটিয়ে উঠতে পারবে এবং তাদের সব কর্মসূচি অব্যাহত রাখতে পারবে।
ব্যাংক বীমা শিল্প ডেস্ক: ২১ জানুয়ারী ২০২১ তারিখে বাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক ... বিস্তারিত
ব্যাংক বীমা শিল্প ডেস্ক: সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থ বছর... বিস্তারিত
ব্যাংক বীমা শিল্প ডেস্ক রিপোর্ট: আজ ১০ জানুয়ারি ২০২১ইং তারিখে রাজধানী ঢাকার চকবাজারে বাংলাদে... বিস্তারিত
মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক ভাইস-চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত ব্যাংক বীমা শিল্প ড... বিস্তারিত
ব্যাংক বীমা শিল্প ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ইন্... বিস্তারিত
ব্যাংক বীমা শিল্প ডেস্ক: আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সমাজের সর্বস্তরের মানুষ... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: ৪র্থ প্রজন্মের লাইফ বীমা কোম্পানী চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লি... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের বৃহত্তম জীবন বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনা... বিস্তারিত
ব্যাংক বীমা শিল্প ডেস্ক: ২১ জানুয়ারী ২০২১ তারিখে বাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক ... বিস্তারিত