শুক্রবার, ২৭ মে ২০২২ ০৮:৩৯ এএম
বিশেষ প্রতিবেদক : সম্প্রতি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৮৩তম বোর্ড সভায় এ কে এম আজিজুর রহমানকে চেয়ারম্যান এবং ইমতিয়াজ বিন মুসাকে ভাইস চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় নির্বাচিত করা হয়। এ কে এম আজিজুর রহমান খান বাংলার চন্দ্রদীপ খ্যাত ঐতিহ্যবাহী বরিশাল জেলার উজিরপুর থানায় পিতা- আলহাজ্ব বন্দে নেওয়াজ খান এবং মাতা আনোয়ারা বেগমের সংসার আলোকিত করে ১৯৫১ সালের ১৯ জানুয়ারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। শৈশব থেকেই শিক্ষার পাশাপাশি নিজেকে জ্ঞান গরিমা এবং ধার্মিকতায় বিকশিত করে বাংলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে
কৃতীত্বের সহিত মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন।
এরপর থেকে কর্মজীবনের পথ চলা শুরু স্বনামধন্য নান্দনিক এই শিল্প উদ্যোক্তার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ক’জন শিল্পদ্যোক্তার অবদান অপরিসীম তাদের মধ্যে এ কে এম আজিজুর রহমান অন্যতম। এই বিশিষ্ট ব্যবসায়ী একাধারে চেয়ারম্যান- সোনারগাঁও টেক্রাটাইল লিমিটেড, খান সন্স গ্রুপ লিমিটেড, খান সন্স কর্পোরেশন লিমিটেড, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ব্যবস্থাপনা পরিচালক- খান সন্স টেক্রাটাইলস লিঃ, খান সন্স অটোমোবাইলস্ লিঃ, খান সন্স জুটেক্স লিঃ, খান সন্স গ্রুপ লিঃ, খান সন্স কর্পোরেশন লিঃ। সাবেক পরিচালক-বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন, সাবেক সদস্য- স্টান্ডিং কমিটি (ডিসিসিআই), আজীবন সদস্য- ঢাকা ক্লাব, সদস্য- শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আরমী গলফ্ ক্লাব। এছাড়াও তিনি সমাজ সেবা মূলক কাজে অংশ গ্রহন হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি মাননীয় প্রধান মন্ত্রীর সাথে ব্যবসায়ীক সেমিনারে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন সময় - যুক্তরাষ্ট্র, ইতালী, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানী সহ বিভিন্ন দেশ ভ্রমন করেন এবং অর্থনীতিতে অবদানের জন্য বিভিন্ন সময় জাতীয় এবং আন্তর্জাতিক গোল্ডমেডেল সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হন। তিনি উচ্চমানের শিল্পায়ন ও রপ্তানীক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৮৯ এবং ১৯৯৯ ইং সালে বাংলাদেশ সরকারের সিআইপি মর্যাদা লাভ করেন।
ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ বিন মুসা কিশোরগঞ্জের কুলিয়ারচর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেল ফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একাধারে পরিচালক কুলিয়ারচর প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিঃ, কুলিয়ারচর ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিঃ, কুলিয়ারচর সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিঃ, কুলিয়ারচর সি ফুডস্ লিঃ, কুলিয়ারচর কোল্ড ষ্ট্ররেজ লিঃ, সদস্য- ঢাকা ক্লাব লিঃ, কুলিয়ারচর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কুলিয়ারচর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে গুরু দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি একজন দাতা সদস্য ও সমাজ সেবা মূলক কাজে অংশ গ্রহন হিসেবে বিভিন্ন হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিভিন্ন সময় ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্র, ইতালী, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানী, সৌদি আরব, ক্যানাডা, ইংল্যান্ড,স্কটল্যান্ড, মালয়েশিয়া, ফিনল্যান্ড, ভারত, নেপাল, সুইজারল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড, থাইল্যান্ড, হংকং, আরব আমিরাত, সুইডেন, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ ভ্রমন করেন।
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের জনগনের মাঝে যে কয়টি জীবন বীমা কোম্পানী ঘরে ঘরে পলিসি হোল্ডারের মাধ... বিস্তারিত
মেঘনা নদী দখল ও ভরাট করে একের পর এক কারখানা স্থাপন করছে মেঘনা গ্রুপ। নদীতীরে মেঘনা গ্রুপের দখলে থা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বনামধন্য টেলিকম খাতের প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিঃ এ... বিস্তারিত
This is the kind information of all concerned that the Board of Directors of Desh General Insurance Company Limited at its meeting 140th meeting held on April 27, 2022 at 2.30 p.m. by using digital platform approved the First Quarter (Q1) Unaudited Finan... বিস্তারিত
১০ শতাংশ নগদ লভ্... বিস্তারিত